ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


০৮:১৩ পিএম, ২০ মে ২০২৩
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ একাডেমিক কাম রিসার্চ ভবন ও ২য় একাডেমিক ভবনের ২টি কেন্দ্রে ১৮৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭-৯৮%।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আসার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ভাসানী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামি ২৭ মে ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ৩ জুন অনুষ্ঠিত হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।