টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর সাথে মতবিনিময়


০৮:৪৩ পিএম, ১২ মে ২০২৩
টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর সাথে মতবিনিময় - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলামের আগমন উপলক্ষে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুরে ক্লাব রোডে অবস্থিত জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সুলতানা কামাল অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সহর্ধমীনি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সহর্ধমীনি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা. নিশাত তাসমিন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খ. ঝিলু আক্তার প্রমূখ।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।