টাঙ্গাইলে দুটি বিদেশি পিস্তলসহ প্রবাসী গ্রেপ্তার


০৮:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে দুটি বিদেশি পিস্তলসহ প্রবাসী গ্রেপ্তার - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামে সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যাক দেশি বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।

আরজু মিয়া স্বল্প মহেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সে সৌদি প্রবাসী।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার স্বল্প মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালায়। আরজু মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে ইতালির তৈরি দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি রাম দা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চ লাইট, এন্টি কাটার, দুটি প্লাস, কয়েকটি স্কুড্রাইভার, মোবাইল ফোন, স্টিল টেপসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করে। এসময় আরজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, ঘটনাস্থল পরিদর্শন করেন।

মির্জাপুর থানার মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আরজু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ।

মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার (১৪ এপ্রিল) রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যক দেশে তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে শনিবার (১৫ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশ, আরজু মিয়া চাকরি নিয়ে গত তিন বছর আগে সৌদি পারি জমান। গত (৭ ফেব্রুয়ারি) ছুটিতে দেশে আসেন। এর আগে তিনি দক্ষিন কোরিয়ায় ১০ বছর চাকরি করেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।