একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
সেখান থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।