একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হামিদুল হক তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) করটিয়া সা’দত বাজার সংলগ্ন খান প্লাজায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এস এম মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বিএনপি নেতা মমিনুল হক খান নিক্সন, যুবদল নেতা সেলিমউজ্জামান বাবুল, বিএনপি নেতা আমিনুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খালেদ সাইফুজ্জান জুরান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল খান বাবু, করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভীর হাসান তুষার, সদস্য সচিব টিপু তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত বিএনপি নেতা হামিদুল হক তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোচনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাতে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন হাফেজ মো. মাসুদুর রহমান।
এসময় করটিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।