করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ সম্পাদক রাজীব


০৪:৩০ পিএম, ১৯ মার্চ ২০২৩
করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ সম্পাদক রাজীব - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ঐতিহ্যবাহী সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক হয়েছেন সায়মন তালুকদার রাজীব।

শনিবার(১৮ মার্চ) গভীর রাতে প্রকাশিত ফলাফলে সভাপতি পদে মো. ইউসুফ আলী(চেয়ার) ১৪৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান রিপন(গরুরগাড়ী) পেয়েছেন ১২৫৩ ভোট।

অপরদিকে, সাধারণ সম্পাদক পদে সায়মন তালুকদার রাজীব( দেয়ালঘড়ী) পেয়েছেন ১৮১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রশীদ হরিণ প্রতীকে পেয়েছেন ৭৪৫ ভোট।

20230826-141431

এছাড়া সমিতির নির্বাচিতরা হচ্ছেন,সহ-সভাপতি পদে আজাদ সিদ্দিকী (মোরগ), মো. জামিল আক্তার খান(মই),সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন রাজু(হাতি), নাজমুল ইসলাম মনির(আনারস),আইন বিচার ও সমাজকল্যাণ সম্পাদক শাহ্ শাহীন(মোমবাতি), কোষাধ্যক্ষ মো. শাজাহান সিরাজ শাহীন(দোয়াত কলম), দপ্তর সম্পাদক খন্দকার হাসান জোহেব(সিএনজি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সজীব মিয়া (ফুটবল), ধর্ম সম্পাদক(ইসলাম) মো. জামাল মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),ধর্ম সম্পাদক(হিন্দু) মলয় চন্দ্র পাল( বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

কার্যকরি পরিষদের সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাইফুর রহমান শান্ত(১৪৭২)। এছাড়া মো. মোজাম্মেল হক তালুকদার(১৩৮৩) ও মো. রাকিব সিদ্দিকী(১২৬৮) কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন করটিয়া এইচ এম স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম। এই নির্বাচনে ১৩ টি পদে ২৮ জন প্রার্থী অংশ গ্রহনের মাধ্যমে উৎসবমুখোর পরিবেশে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। সমিতির ২ হাজার ৯’শ ৪০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭’শ ৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


পাঠকের মতামত

-মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।