টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু


০৭:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Ekotar Kantho

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাদ উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ বাহিরে খেলা করছিল। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিল।


নিউজটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।